 
																
								
                                    
									
                                 
							
														পরিবেশ দূষণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকেও গাছ লাগাতে উদ্ভুদ্ধ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই স্লোগান কে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
দিবসটি উপলক্ষে বুধবার (২৫শে জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়,র্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এশে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে গাছের চারা রোপন করেন শামীম আরা রিনি। এছড়া দিবসটি উপলক্ষে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, আবদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক, এস এম মঞ্জুরুল হক,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ে সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশননার বৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো:সেলিম উদ্দিন,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মুহাম্মদ আলী, আরবান কমিউনিটি ভলান্টিয়ার তরুন চীফ এবং লিডার মোসা রুমানা আক্তার,এবি ফাউন্ডেশন লিডার আব্দুল আলিম,
পরিবেশ ক্লাব অব ইয়ুথ ফোরাম,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply