1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার, বান্দরবান :
  • আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ২৮এপ্রিল সোমবার জেলা লিগ্যাল এইড কমিটি, বান্দরবান কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৫” পালিত হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।” দিবসের শুরুতেই সকাল ৮:৩০ ঘটিকায় জেলা জজ আদালত, বান্দরবান প্রাঙ্গনে পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন মোঃ জামিউল হায়দার, মাননীয় জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, বান্দরবান পার্বত্য জেলা।

পরবর্তীতে মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয়সহ বিভিন্ন স্তরের সম্মানিত বিচারকমন্ডলী এবং সরকারের বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বান্দরবান সেনা জোন, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, জেলা কারাগার, জেলা তথ্য অফিস এবং বিভিন্ন এনজিও সমূহের সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

এ র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল বান্দরবান জেলার বাঙ্গালীসহ ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী পোষাক পরিহিত মোট ১২ জন প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এছাড়াও ছিল জেলার সিভিল সার্জন অফিসের সহযোগিতায় স্বাস্থ্যসেবা টিম ও অ্যাম্বুলেন্স এর বিশেষ ব্যবস্থা।

র‍্যালি পরবর্তীতে বান্দরবান জেলা জজ আদালত সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ জামিউল হায়দার, মাননীয় জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, বান্দরবান পার্বত্য জেলা।

সভাপতি তার বক্তব্য বলেন, সারা বাংলাদেশে দুঃস্থ ও অসহায় মানুষের নিকট আইনি সহায়তার সুবিধা পৌঁছে যাচ্ছে। সরকারের সকল প্রতিষ্ঠান আইনগত সহায়তা কার্যক্রমের অংশীদার। সকলের অংশগ্রহণে সরকারের এই মহতী উদ্যোগ সফল হবে। আইনগত সহায়তা দিবস ২০২৫ এ এই হোক আমাদের সকলের অঙ্গীকার।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজউদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃআবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহামুদুল হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম’ সহ বান্দরবান বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক এবং ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম,সাধারণ সম্পাদক এডভোকেট আবু তালেব,বিজ্ঞ জিপি এডভোকেট আলমগীর হোসেন,বিজ্ঞ পিপি, বিজ্ঞ প্যানেল আইনজীবী এডভোকেট আবু জাফর, বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোঃসেলিম উদ্দিন,বান্দরবান বিচার বিভাগের সকল কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্য এবং সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম এবং সঞ্চলনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।

জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ এ বান্দরবান জেলার সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, উনাকে সভায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও আইনগত সহায়তায় বিশেষ অবদানের জন্য বান্দরবান জেলা আইনজীবী সমিতিকে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম কে সভায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira