কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন পর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার এপিসিইউ-ডিএএম) এর আওতায় বান্দরবান জেলার কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে এই কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার (এপিসিইউ-ডিএএম) ঢাকার এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টও (উপসচিব) ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বান্দরবানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মাহবুবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ তৌফিক আহমেদ নুর, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
কর্মশালায় এসময় অতিথিরা বান্দরবান জেলার কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে কৃষি পরামর্শ মূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং নারীদের বিভিন্ন কৃষি কাজ করে নিজেকে স্বাবলম্বী করার আহবান জানান।
Leave a Reply