1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

বাগেরহাট থেকে অভয়নগরের ইউপি সদস‍্য নুর আলী হত‍্যা মামলার ম‍ূল আসামী আটক

উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার )
  • আপডেট: সোমবার, ১২ এপ্রিল, ২০২১
বাগেরহাট থেকে অভয়নগরের ইউপি সদস‍্য নুর আলী হত‍্যা মামলার ম‍ূল আসামী আটক
বাগেরহাট থেকে অভয়নগরের ইউপি সদস‍্য নুর আলী হত‍্যা মামলার ম‍ূল আসামী আটক

যশোর অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস‍্য নুর আলীর হত‍্যা মামলার মূল আসামী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা নুর মহম্মদ মিঠুর ছেলে মহম্মদ আরমান (২৮) বাগেরহাট জেলার সদর থানার কাটাখালী মগড়া বাজার এলাকায় সওকাত আলীর বাড়ি থেকে তাকে আটক করেছে র‍্যাব।

গতকাল বিকেলে র‍্যাব – ৬ সিপিসি -৩ যশোর ক‍্যাম্পের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলী মেম্বারের হত‍্যাকান্ডের মূল আসামীকে আটককরতে সক্ষম  হয়েছে র‍্যাব – ৬।মূল আসামী আরমানকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হত‍্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন এবং হত‍্যাকান্ডের সাথে জড়িত  আরো গুরুত্বপূর্ণ তথ‍্য সরবরাহ করেছে।এ হত‍্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের আটকের ব‍্যাপারে অভিযান চলবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ০৭ মার্চ ২০২১খ্রিঃ সন্ধ্যার পর নুর আলী মেম্বার যশোর জেলার অভয়নগর থানাধীন শভরাড়া বাবুর হাট বাজার হতে ছেলে ইব্রাহিমের মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।রাত আনুমানিক ০৮টার দিকে তারা বাবুর হাট বাজার সংলগ্ন তারা মন্দিরের পিছনের রাস্তায় পোঁছানো মাত্রই আনুমানিক ১২থেকে ১৪জন এর একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকিল্পত ভাবে পরস্পরের যোগ সাজসে মেম্বারের মোটরসাইকেল গতিরোধ করে,মোটর সাইকেল থামা মাত্রই সন্ত্রাসীরা নুর আলী মেম্বারকে লক্ষ‍্য করে গুলি ছোড়ে।
ছোঁড়া গুলিতে নুর আলী মেম্বারের মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে এবং তার ছেলে ইব্রাহিমের শরীরে বিভিন্ন স্থানে গুলি লাগে।এতে করে সে গুরুতর আহত হয়।অতঃপর সন্ত্রাসীরা ন্দ্রত ঘটনাস্থল ত‍্যাগ করে চলে যায়। এ ঘটনা এলাকায় চাঞ্চল‍্যকর হওয়ায় নৃশংস হত‍্যাকান্ডের পর হত‍্যাকারীদের ন্দ্রত গ্রেফতারের জন‍্য এলাকায় সর্বস্তরের জনগণ প্রতিবাদ করে আসছিল।কারন এর আগেও ঐ এলাকায় দুইটি হত‍্যাকান্ডের ঘটনা ঘটেছে।

র‍্যাব শুরু থেকেই এ হত‍্যা মামলা ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে আসছিল।এরই ধারাবাহিকতায় র‍্যাব – ৬,সিপিসি – ৩ র‍্যাব যশোর ক‍্যাম্পে অভিযানে হত‍্যাকারীদের গ্রেফতারের জন‍্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নুর আলী হত‍্যার মূল কিলার পলাতক আসামী মোহাম্মদ আরমান বাগেরহাট জেলার সদর থানাধীন কাটাখালী মগড়া বাজার জনৈক সওকাত আলীর বাসার ভেতরে অবস্থান করছে।এমন সংবাদ পেয়ে র‍্যাব -৬,সিপিসি – ৩ যশোর ক‍্যাম্পের একটি চৌকস টিম বিকাল প্রায় ৫ টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মূল আসামী মোহাম্মদ আরমান (২৮) আটক করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira