1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে নগদ টাকাসহ প্রতারকচক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
পুলিশের অভিযানে নগদ টাকাসহ প্রতারকচক্রের দুই সদস্য গ্রেফতার
পুলিশের অভিযানে নগদ টাকাসহ প্রতারকচক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় প্রতারনার মামলায় মো. লালন সরদার (৪০) ও মোঃ সাদ্দাম (৩৭) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে নগরীর অক্সিজেন এলাকা থেকে অভিযুক্ত দুই আসামিকে আটকসহ আত্মসাৎকৃত টাকা ও প্রতারনার কাজে ২৭ হাজার ৪শ টাকা উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ।

জানা যায়, গত ২৩ নভেম্বর সকাল ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেনারি বটতল মনছুর আলী কলোনিতে একজন গৃহিণী নিজ বাসায় মুরগী কাটার সময় ২ ব্যক্তি এসে মাজারের জন্য চাল চায়। গৃহিণী ওই দুইজন ব্যক্তিকে ঘরের ভিতর থেকে চাল এনে দিলে তারা কিছু চাল নিয়ে বাকি চালগুলো ফেরত দেয়। ওই দুইজন ব্যক্তি কিছুক্ষণ পর গৃহিণীকে বলে তার উপর তীব্র জিনের আছর আছে। এই কথা বলে ঘরের ভিতর প্রবেশ করে তার কাছে প্রথমে পান-সুপারি চাইলে তিনি তাদের পান-সুপারি দেন, পরবর্তীতে পানি চাইলে পানি দেন। তারপর তারা গৃহিণীকে ওখান থেকে চামচ দিয়ে পানি পান করার জন্য বললে তিনি সেখান থেকে পানি পান করেন। তখন এক জন ব্যক্তি প্যান্টের পকেট থেকে গৃহিণীর হাতে একটি তাবিজ দিয়ে বলে স্টিলের বাটি করে কিছু চাল নিয়ে আসার জন্য। গৃহিণী তাদের কথামতো চাল নিয়ে আসলে স্টিলের বাটির ভিতর চালের উপর পানি ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে তারা তার কাছে ১শ টাকা চাইলে তিনি তাদের কথামতো টাকা দেন। এরপর তারা গৃহিণীকে ১শ টাকা ফেরত দেয়। তারপর তারা পুনরায় তার কাছে ২শ টাকা চাইলে একইভাবে তারা নেয় ও ফেরত দেয়। একইভাবে ১১ হাজার টাকা চায়, নেয় ও ফেরত দেয়। এরপর তারা ঘরে কি আর টাকা আছে কিনা জানতে চায়। ওই প্রতারক ব্যক্তিরা তাকে বিভিন্ন প্রলোভন দেখালে গৃহিণী ঘরে থাকা ৩৩ হাজার টাকা তাদের দেন। তখন ওই দুইজন ব্যক্তি কৌশলে একটি কাগজে মুড়িয়ে একটি ওড়না দিয়ে কয়েকটি গিট দিয়ে গৃহিণীকে রাখতে বলে। এরপর তারা ঘরের ভিতর খাটের উপর থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কৌশলে নিয়ে যায়। এরপর তারা টাকার প্যাকেটটি কৌশলে তাদের কাছে নিয়ে যায় ও গৃহিণীকে তিন দিন পরে টাকার প্যাকেটটি খোলার জন্য বলে তারা ঘর থেকে বের হয়ে চলে যায়। ভুক্তভোগী কিছুক্ষণ পরে বুঝতে পারেন যে ওই দুইজন ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ৩৩ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আত্মসাৎ করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেন। এবং গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল মতিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ২৩ নভেম্বর ঘটনার সাথে জড়িত আসামিদেরকে আটক করেন। তাদের হেফাজত থেকে নগদ ২৭ হাজাট ৪শ টাকা এবং প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন তাবিজ, পাথর, ঝিনুক, মাছের কাঁটা, গাছগাছালির টুকরা উদ্ধারপূর্বক জব্দ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira