1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০২ অপরাহ্ন

পাহাড় কাটায় খুলশী ক্লাবকে ৪৮ লাখ ৭৫ হাজার জরিমানা

জামিলুর রহমান রনি, রিপোর্টার, চট্টগ্রাম :
  • আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
পাহাড় কাটায় খুলশী ক্লাবকে ৪৮ লাখ ৭৫ হাজার জরিমানা
পাহাড় কাটায় খুলশী ক্লাবকে ৪৮ লাখ ৭৫ হাজার জরিমানা

পাহাড় কাটায় খুলশী ক্লাবকে ৪৮ লাখ ৭৫ হাজার জরিমানা পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয় শুনানি শেষে এ জরিমানা করে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৯ মার্চ পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহ্রীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মো. মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক খুলশী ক্লাবসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় খুলশী ক্লাবসংলগ্ন পাহাড়ি ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলশী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় পাহাড়/টিলা কেটে ক্লাব সীমানায় ভেতরে অবকাঠামো উন্নয়নকাজ পরিচালনা করা হচ্ছে। দুপুরে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানিতে টিলা শ্রেণির ভূমি সরকারের অনুমোদন ছাড়া ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড়/টিলা কাটার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধন করেছে। এজন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ) ধারায় সর্বমোট ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, একই ঘটনাস্থলে ৬ হাজার ৫৬০ ঘনফুট পাহাড় কাটার দায়ে খুলশী ক্লাবের বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৩/৪২। একই স্থানে গত বছরের ১৩ ফেব্রুয়ারি পুনরায় ১ লাখ ৯৩ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটার দায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৩১/৬৩।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira