1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
রবিবার, ১১ মে ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

নারী হয়রানি’র সংবাদ প্রকাশ করায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হুমকি

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫

মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটে ‘নারী হয়রানি’র বিষয়ে সংবাদ প্রকাশের জেরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে ঢুকে অন্তত ১০জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। আজ ১০শে মে শনিবার দুপুর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ‎অভিযুক্ত মারুফ মোল্লা (২৪) পৌরসভার নয়াকান্দি এলাকার ওমর ফারুক মিন্টুর পুত্র। এসময় তার সাথে আরও ৪-৫ জন যুবক ছিলেন। ‎ঘটনার সময় প্রেসক্লাবে উপস্থিত দৈনিক বাংলার মুন্সিগঞ্জ প্রতিনিধি শিহাব আহমেদ জানান, শুক্রবার ( ৯ মে) রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে মারুফ মোল্লা নামের ওই যুবক ৩-৪টি মোটরসাইকেলে করে এসে আমাকেসহ উপস্থিত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে নিউজ কিভাবে করতে হবে সেটা শিখানোর চেষ্টা করেন।

পুরো ঘটনার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়। ‎এসময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির প্রতিনিধি রুবেল হোসেন উপস্থিত ছিলেন। এ বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’ প্রসঙ্গত; শুক্রবার (১০ মে) রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় ভাইরাল যুবক নেহাল আহমেদ জিহাদকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira