1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
রবিবার, ১১ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে গভীররাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক বসতঘর পুড়ে ছাই

মু. মুবিনুল হক মুবিন (নাইক্ষ্যংছড়ি) বান্দরবান :
  • আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫
নাইক্ষ্যংছড়িতে গভীররাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক বসতঘর পুড়ে ছাই
নাইক্ষ্যংছড়িতে গভীররাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক বসতঘর পুড়ে ছাই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে ১০মে গভীর রাত আনুমানিক  পৌনে ২ টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোঃ জুনায়েদ প্রকাশ জুনুর বসতঘর পুড়ে ছাই হয়েছে বলে দ্বীপ টিভির প্রতিনিধি কে জুনায়েদর স্ত্রী, পিতা বাদশাহ মিয়া ও এলাকাবাসী জানান। গত রাত পৌনে ২ টার দিকে প্রায় শতাধিক সন্ত্রাসীরা এসে পুরো এলাকা ঘেরাও করে ফেলে। পরবর্তীতে জুনায়েদর বাড়ী থেকে লোকজন বের করে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে দেয় তারা। ঘটনাটি গভীর রাত ও  সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী এগিয়ে আসতে না পারায়  ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। এসময় গোয়াল ঘর থেকে ৮ টি গরু নিয়ে যায় তারা, তাছাড়া আগুনে পুড়ে যাওয়া প্রায় এক টন ধান,  বাড়িতে থাকা ২ লক্ষ টাকা, কবুতর, হাঁস – মুরগী, ও ঘরের আসবাবপত্রসহ সব কিছু আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয় বলে জানান। বিষয়টি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম খবর পেয়ে সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানান, তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষের নিকট অবহিত করেছেন এবং তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানান। স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, গভীর রাতে অতর্কিতভাবে দূর্বৃত্তের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়েছে। প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার  বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু সাধারণ সম্পাদক আবুল কালামসহ অনেকে রাজনৈতিক ব্যাক্তি  ঘটনাস্থল পরিদর্শন  করেন। বিষয়টি নিয়ে সকলেই উদ্বিগ্ন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira