চলতি বছরের শুরুতে বিএনপির কেন্দ্রয়ী কমিটি ইতালিসহ ইউরোপের তিন দেশের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর থেকে তৃনমূল নেতাকর্মীদের মাঝে কে হবে ইতালি বিএনপির আগামীর নেতা তা নিয়ে চলচে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।
ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের এর সমর্থনে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা বিএনপি পরিবারের ব্যানারে এক মিলনমেলার আয়োজন হয়। মিলনমেলায় ইতালি বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুর রহমান রবিন এর সভাপতিত্বে ও ইতালি বিএনপির সাবেক সদস্য ওমর ফারুক এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব লিটন।
এসময় বক্তারা সাবেক ছাত্রনেতা ও ইতালি বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের কে আগামী তে ইতালি বি এন পির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য সমর্থন জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ তৌহিদ কাদের, বৃহত্তর নোয়াখালী থেকে তাকে সমর্থন দেয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দেশে প্রবাসে জাতীয়তাবাদী শক্তির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় অনান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো: হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম সহ স্বাস্থ বিষয়ক সম্পাদক শাহজাহান, সদস্য মোঃ রাশেদ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রোম মহাগনর বিএনপির সাবেক সহ সভাপতি শরিফ উল্লাহ, বিএনপি নেতা খান রবিন, মোঃ রাব্বি চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, ইউসুফ সালাম সহ ইতালি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।
এদিকে মিলনমেলার শুরুতে ইতালি বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য: শাহ্ মোঃ তৌহিদ কাদের ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করেন ছাত্র রাজনীতি। একজন সক্রিয় কর্মী হিসেবে ১৯৯০ সালে ঢাকা নিউ মডেল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি, ১৯৯৩ সালে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। পরে ঢাকা মহানগর যুবদলের প্রচার সম্পাদক এর দায়িত্বি পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রয়েছে তার অনেক ত্যাগের ইতিহাস।
Leave a Reply