1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন

নাহিদ ইসলাম, মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি
  • আপডেট: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন
ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন

মুন্সীগঞ্জে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ঘটিকায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ফটকের সামনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ আছে অস্বস্তিতে’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন স্থানীয় প্রতিভাবান সংগঠন, মানবসেবা সংগঠন, সম্প্রীতি সামাজিক উন্নয়নসহ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবার দিনযাপনে সংকটে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক নেতা শ ম কামাল, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মো. রতন, প্রতিভাবান সংগঠনের সভাপতি সুমন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল হাসান, মানবসেবা সংগঠনের শাহরিয়ার হোসেন, সংগঠক কামরুল হাসান জাহাঙ্গীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira