জন্মদিনে শুভাকাঙ্খীদের শ্রদ্ধা, ভালোবাসা আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভেচ্ছা বার্তায় সিক্ত ইতালি বাংলাদেশ কমিউনিটির সুপরিচিতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি সম্মানিত সদস্য ও সেন্তসেল্লে ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি সজল সিকদার।
ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহনকারী সজল সিকদার ব্যাবসা বানিজ্যের সাথে যুক্ত হয়ে পরিবার নিয়ে ইতালি রাজধানী রোমে অবস্থান করছেন সুদীর্ঘ সময় ধরে। নাড়ীর টানে জন্মভূমিতে থাকা আত্নীয়স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের খোঁজ খবর নিয়মিত রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন সর্বদাই। ইতালি বা দেশে কারো বিশেষ বিপদকালীন সময় সহযোগিতার হাত প্রসারিত করার চেষ্টা করেন সাধ্যমত।
গত ২০ মে ঢাকার কৃতি সন্তান এ সমাজ সেবক এর জন্মদিনে আত্মীয় স্বজন ছাড়াও বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের অগণিত শুভেচ্ছা বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকে।
দীর্ঘদিন পরিজন নিয়ে প্রবাসে অবস্থান করলেও নিজের মনটা সুযোগ বুঝেই দেশের টানে দেশে পড়ে থাকে বলে মন্তব্য করে
মোবাইল ফোনে প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক সজল সিকদার। সাংবাদিক মিনহাজ হোসেন এর সাথে আলাপকালে আরো বলেন, “”জন্মদিনের ভালোবাসায় আমি সবার নিকট চির সিক্ত ও চির কৃতজ্ঞ… আমার অজান্তে, অগোচরে আপনাদের এত ভালবাসা লুকিয়ে ছিল… অবিশ্বাস্য !!! ২০-ই মে ছিল আমার জন্মদিন। সারাদিন কেটেছে নানান কাজের ব্যস্ততায়। আর জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে এবং নোটিফিকেশনের ভীড়ে হয়তো অনেকের অভিনন্দনের জবাব দিতে পারি নাই। সে জন্য আগেই ক্ষমা প্রার্থনা করছি।
ফেসবুক, হোয়াটস অ্যাপ ফোন আলাপে সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাঁরা আমাকে উইশ করেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ হতে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
নানা ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে অভিন্দন জানাতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে।
জীবনের মধ্যগগনে দাঁড়িয়ে আমি…. ভাবছি, দেখছি এবং উপলব্ধি করছি সকলের ভালোবাসা দোয়া ও আন্তরিকতাপূর্ণ ভালোবাসার বাইরে সবই তুচছ। আমার অজান্তে হাজারো প্রাণ প্রতিনিয়ত আমার কল্যাণ প্রার্থনা করছেন একজীবনে এর চেয়ে বেশী আর কি পাবার হতে পারে”। আমি কৃতজ্ঞ, ধন্যবাদ সবাইকে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশাআল্লাহ।
আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য, প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। সকলের ভালোবাসা নিয়ে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে যে কোন শুভ কাজের সাথে নিজেকে যুক্ত রাখার ধারাবাহিকতায় অবিচল থাকার প্রয়াস ব্যাক্ত করে ভুল ভান্তি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে অনাগত আগামীর প্রতি সকলের দোয়া কামনা করেন তিনি এ সময়।
Leave a Reply