চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এর নির্দেশনায় মশক নিধন ক্রাশ বাস্তবায়ন কল্পে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম দুলালের তত্ত্বাবোধনে চসিক ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে মশক নিধন ক্রাশ কার্যক্রম ১৯ মে রোজ: সোমবার সকাল ৯ ঘটিকায় সময অত্র এলাকার ঝাউতলা ডিজেল কলোনী মাঠ প্রাঙ্গণে মশক নিধন ক্রাশ কার্যক্রম বিএনপি’র নেতাকর্মী এবং চসিক কর্মকর্তা সহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের উপস্থিতে অনুষ্ঠিত হয়।
এই মশক নিধন ক্রাশ ধারাবাহিক ভাবে দ্বিতীয় দিনের প্রোগ্রাম উদ্বোধন করেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য এবং ২০২০ ও ২১ সালে চসিক নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড হতে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী্ ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম দুলাল।

এছাড়া মশক নিধন ক্রাশ প্রতিদিনের ন্যায় আজ থাকছে ঝাউতলা কলোনি, নিউ ঝাউতলা কলোনি, ঝাউতলা বাজার সর্দার বাহার ভিআইপি আবাসিক এলাকা, দক্ষিণ খুলশী জাকির হোসেন রোড নাসিরাবাদ প্রোপার্টি ডিজেল কলোনি পানির ট্যাংকি বাংলা বাড়ি আবাসিক এলাকা নাছিরাবাদ প্রোপার্টি জাকির হোসেন হাউজিং সহ নিকটস্থ খাল ও নালা নর্দমা।
Leave a Reply