জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালন করেছে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শিশুদের নিয়ে কেক কেটে দিবসটি পালন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন শাহীন, সিনিয়র কনসালট্যান্ট (অর্থো সার্জারী) ডা. অজয় কুমার দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার, কনসালট্যান্ট (মেডিসিন) ডা. হামিদুল্লাহ মেহেদী, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা.মৌমিতা দাশসহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসক, নার্স ও কর্মচারীগণ।
Leave a Reply