1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশনের উপদেষ্টা হলেন শিল্পপতি নজরুল ইসলাম পাঠোয়ারী বাবলু

কে এম রুবেল, বিশেষ প্রতিবেদক :
  • আপডেট: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ফেনী জেলার কৃতি সন্তান শিল্পপতি নজরুল ইসলাম পাঠোয়ারী বাবলু নাম সহ আরো ১০ জনকে চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশনের উপদেষ্টা হিসাবে ঘোষনা করা হয়েছে, গতকাল রোজ শুক্রবার ৯ এপ্রিল বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশনের চৌমহুনী কার্যলয়ে এক জরুরী শভাই সংগঠনের সকল সদস্যদের উপস্থিতি ও মতামতের উপর ভিত্তি করে ১০ জনকে উক্ত সংগঠনের উপদেষ্টা হিসাবে গ্রহন ও ঘোষনা করা হয় এতে ফেনী জেলার ফুলগাজী থানাধীন আমজাদ হাট ইউনিয়নের কিলাদিঘি এলাকার মুরহুম তাজুল ইসলাম এর গূর্বিত সন্তান সিএনএফ ব্যবসায়ী বিশিষ্ট রাজনৈতিকবীদ বিশিষ্ট শিল্পপ নজরুল ইসলাম পাঠোয়ারী বাবলুকে আগামী ২ বছরের জন্য চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা হিসাবে গ্রহিন / গ্রহন করা হয়, উক্ত সংগঠনের অন্যান্য উপদেষ্টারা হলেন গগনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সামশুল হক টুকু এমপি,সাবেক ধর্ম ও পর্যটন মন্ত্রি, সাবেক সংসদ জনাব নাজিম উদ্দীন আল আজাদ, বিশিষ্ট লেখক দৈনিক আজাদী সহ সম্পাদক দৈনিক পূর্বাদেশ অধ্যাপক জনাব মাসুম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব সৈয়দ মাহামুদুল হক,প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব কবি সংকর রয়,বিশিষ্ট সমাজ সেবক লায়ন এস এম আজিজ, চ,কা,এ,ভ এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনৈতিকবীদ জনাব আমজাদ হাজারী সহ ফুলগাজী উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল আলিম।

 

সাংবাদিকদের কে জাতির বিবেগ বলা হয়, আর সংবাদ মাধ্যমের মাধ্য দিয়ে সাংবাদিকদের যাত্রা শুরু হয়, বাংলাদেশ একটি স্বাধীন দেশ আর সে স্বাধীন নিজের মত স্বাধীন ভাবে সাংবাদিকতা করার মত মজা আনন্দ আর কিছু হতে পারে না, সাংবাদিক দের মুল কাজ হল দেশের আনাছে কানাছে ঘটে যাওয়া সঠিক তথ্য তার কর্মরত সংবাদ মাধ্যমে সংবাদের মধ্যে দিয়ে জাতির সামনে সঠিক ভাবে প্রকাশ করা, আর ঠিক তখনি দেখা যাই সাংবাদিকরা সঠিক কথা / সঠিক৷

 

তথ্য প্রকাশ করলে অন্যায় কারী অথবা যে কোনো একটি পক্ষের ক্ষয় ক্ষতি হয়ে যাই, তখন দেখা যাই যে সাংবাদিকের তার লেখা সংবাদ প্রকাশের কারনে ক্ষতি সাধন হয় তখনি যাদের ক্ষতি হয় তখন তারাই বাদী হয়ে হয়তো আইনগত ব্যবস্থা গ্রহন করে না হলে স্থানীয় সসন্ত্রাসী দ্বারা ঐ সাংবাদিকে সামাজিক /মানষিক ক্ষতি করে, যখন ঐ সাংবাদিক দেশের জন্য সংবাদ প্রকাশ করার কারনে তার নিজের ক্ষতি হয় ঠিক তখন তার মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত সাংবাদিকের দায় বার না নিয়ে তাকে চাকরি থেকে বের করে দেই তখন ঐ সাংবাদিক সর্বহারা হয়ে যাই ঠিক তখনি একজন সংবাদ বাহক / সংবাদ কূর্মীর সম্মান নিয়ে বেচে থাকার জন্য / অন্যায় কারীদের মোকাবেলা করার জন্য বিশেষ ভাবে প্রয়োজন হয়ে থাকে একটি নির্বর যোগ্য নেতা ও সাংবাদিক সংগঠনের, মাঠ ময়দানে থেকে সাংবাদিকদের দাবী আদায়ের চট্টগ্রামের সকল সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ থাকার ও সাংবাদিক দের খারাপ সময়ে সবাই এক থাকার জন্য ২০১৯ সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য অ্যাডভোকেট নুর ইসলাম ঠানডু,

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস এর সভাপতি জনাব আবুল হোসেন মজুৃমদার, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির তখনকার সাধারণ সম্পাদক কাজী হোমায়নের যৌত উদ্দেগে উপস্থিতিতে গঠিত হয় ,চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশন, চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশন ২০১৯-২০২০ এর কমিটি সফল ভাবে মেয়াদ উত্তিন্ন হওয়াই গত পহেলা এপ্রিল ২০২১ জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকা চট্টগ্রাম অফিসে উক্ত সংগঠনের সকল সদস্য ও চট্টগ্রামের আরো অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি, যৌত মত প্রয়োগের ভিত্তিতে আবারো উক্ত সংগঠনের ২ বছরের মেয়াদি ২০২১-২০২২ এর ৫১ জন বিশিষ্ট পূর্নাজ্ঞ কমিটি গঠন করা হয় উক্ত কমিটিতে দৈনিক আলোকিত দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম রুবেল কে সভাপতি এ চ্যানেল এস এর চট্টগ্রাম প্রতিনিধি মো রাসেদকে সাঃ সম্পাদক ঘোষননা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira