1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯ হাজার শিক্ষার্থী ফেল

জামিলুর রহমান রনি, রিপোর্টার, চট্টগ্রাম :
  • আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫
বিলাইছড়িতে রমজান উপলক্ষে মেবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও তানভীর
বিলাইছড়িতে রমজান উপলক্ষে মেবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও তানভীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ফল প্রকাশিত হয়। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১ হাজার ৭৩৯ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে এর মধ্যে পাস করেছেন ২৯ হাজার ৪১১ জন। আর ফেল করেছেন ৫৯ হাজার ৫১১ জন। বাকিদের উত্তরপত্র বাতিল হয়েছে। বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সব বিভাগ নিয়ে গঠন করা হয়েছে এ ইউনিট। এই ইউনিটে ১ হাজার ১২৩ সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৯ হাজার ৮১ জন। তবে পরীক্ষা দেন ৯১ হাজার ৭৩৯ জন। চলতি ১ মার্চ ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী তিন বিভাগীয় শহরে এই পরীক্ষা হয়। পরে পরীক্ষার উত্তরপত্র যাচাই-বাছাই করে বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করা হয়। ১০০ নম্বরের পরীক্ষায় পাসের জন্য সর্বনিম্ন নম্বর ধরা হয়েছিল ৪০। এর বাইরে আলাদা করে বাংলায় ১০ নম্বরের মধ্যে ৩ আর ইংরেজিতে ১০ নম্বরের মধ্যে সর্বনিম্ন পাস নম্বর ৪ নির্ধারণ করা হয়েছিল। ফলাফলের বিষয়টি নিশ্চিত করে এ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, উত্তরপত্র যাচাই-বাছাই করে এই ফল ঘোষণা করা হয়েছে। ২ হাজার ৮১৭ শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে। কারণ, তাঁরা উত্তরপত্র ঠিকমতো পূরণ করতে পারেননি। গত বছরের মতো এ বছরও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। তবে আসনসংখ্যায় পরিবর্তন এসেছে। গত বছর ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন নেওয়া হলেও এবার মোট ৪ হাজার ৫৮৪টি আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১১টি আর বাকি ৫৭৩টি আসন কোটার জন্য বরাদ্দ। কাল শনিবার কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটে সাধারণ আসন রয়েছে ৮৯৬টি। এর বিপরীতে পরীক্ষায় বসবেন ৭৩ হাজার ১৭১ শিক্ষার্থী। অর্থাৎ ১টি আসনের বিপরীতে এতে পরীক্ষার্থী প্রায় ৮১ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira