চট্টগ্রাম বাঁশখালী ইলশা ইউনুছিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাঁশখালী কওমি মাদ্রাসা পরিষদের আয়োজনে প্রতিবাদ সভা অত্র মাদ্রাসার শিক্ষা উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম এর পরিচালনায় সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে প্রথমে প্রতিবাদী বক্তব্য রাখেন,হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। বাঁশখালী কাওমি মাদ্রাসা পরিষদের সভাপতি, মাওলানা মুফতি মোঃ ওবায়দুল্লাহ সাহেব। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। মাস্টার ইব্রাহিম সাহেব, মাওলানা ইসহাক সাহেব মাওলানা ইব্রাহিম সাহেব, মাওলানা মোজাম্মেল হক সাহেবসহ অনেক ওলামায়েকেরাম ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ইউনুছিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক, মাওলানা মোহাম্মদ নোমান সহ অনেক সম্মানিত শিক্ষক ও এলাকার গন্যমান্য মানুষকে একটি মিথ্যা মামলায দিয়ে হয়রানি করা হয়েছে। এলাকার কিছু অসাধু মানুষ, বিভিন্ন সন্ত্রাসী ও নেতাকর্মী ভাড়া করে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে। এটা শুধু মাত্র মাদ্রাসাটি বন্ধ করার জন্য করে। অত্র মাদ্রাসার ছাত্র মোঃ শিহাবুল ইসলাম তামিমকে হুজুরে প্রতিদিন মারধোর করে বলে বিচার দেয় তার মা কে। তামিমের মা নিলুফা আক্তার হুজুরের বিরুদ্ধে মামলা করে। অনুসন্ধানে জানা যায় সব মিথ্যা এমন বানোয়াট। বক্তরা অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Leave a Reply