মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে ২০ পিছ ইয়াবা সহ দুই জনকে আটক করে পুলিশ। সোমবার সকালের দিকে রসুলপুর বাজার ঘাট এলাকায় ফাতেমা ষ্টোর মোদি দোকানের সামনে অভিযান চালিয়ে দুইজনকে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিফাত (২৩)। সে হারুন অর রশিদের পুত্র। বাকী বিল্লাহ (২১)। সে আরশাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় যে, আটককৃতরা হলেন ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সিফাত এবং আরশাদ আলীর ছেলে বাকী বিল্লাহ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: রইস উদ্দিন জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ সোমবার সলাকে রসুলপুর বাজারে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শাহ আলম মোল্লা গজারিয়া থানা সেচ্ছাসেবক দলের সাংগাঠনিক সম্পাদক ছিল। গত ৫ বছর পূর্বে ইউপি নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগদান করে। কিন্তু মাদকের বড় বড় চালানসহ ৩ বার গ্রেফতার হওয়ার পরেও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াবা মহন ও তার ছোটভাই আওয়ামী লীগ নেতা মিলন মিজি তার মাদক ব্যাবসার পার্টনার হওয়ায় তাকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি ।
Leave a Reply