1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

কালারমার ছড়া সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক মাষ্টার মাশুক উল্লাহ’র শিক্ষকতার দেড় যুগ ফুর্তি

আবদুর রহমান, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট: শুক্রবার, ৪ জুন, ২০২১

শিক্ষকতা জীবনের দেড় যুগ (১৮ বছর)পূর্ণ হল আজ। এখনো মনে পড়ে মন্টু রাম জল দাশ ও আমি ০৩/০৬/২০০৩ ইং তারিখ বর্ষারদিনে কেয়া তরীতে চড়ে কুহেলিয়া  নদী পার হয়ে ধলঘাটা ইউনিয়নের বঙ্গোপসাগরের  পশ্চিম তীর ঘেষে সি.সি.ডি.বি ভবনে (বর্তমানে ভবনটি সমুদ্রে পতিত) শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষক শেলী চৌধুরীর হাত ধরে যোগদান করি।অনেক স্মৃতি মানসপটে ভাসছে।

 

দুই বছর পর চিকনী পাড়া সরকারি প্রাথমিক বদলী হয়ে দীর্ঘ ৯ বছর অতিবাহিত করে ২০১৪ সালে বর্তমান কর্মস্থল কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। কালের পরিক্রমায় অনেক ছাত্র, ছাত্রী, সহকর্মী, অভিভাবকদের সান্নিধ্য যাওয়ার সুযোগ হয়েছে। জীবন চলার অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী হয়েছে।  শিক্ষক হিসাবে নিজের দায়িত্ব এবং কর্তব্য ১০০ ভাগ হয়ত পালন করতে পারিনি। কিন্তু সাধ্যের শতভাগ দিয়ে চেষ্টা করতে চাই আমৃত্যু।

 

আমার বাবাও শিক্ষক  ছিলেন তাই শিক্ষকতার প্রতি ভালবাসা, দায়িত্ববোধ থাকবে চিরকাল  । অন্তরে লালন করতে চাই ” স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি” স্লোগান। সারা পৃথিবী  এখন বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত। করোনা মহামারী থেকে মুক্ত হয়ে আবার ফিরে যেতে চাই বিদ্যালয়ে। শিশুদের কোলাহলময় বিদ্যালয়ে আবার চাঁদের হাট বসবে, সেই প্রত্যাশা করি সবসময়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira