1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

কালারমারছড়ায় “রিপোর্টাস ইউনিটি মহেশখালী”র মাস্ক বিতরণ

 আবদুর রহমান (কক্সবাজার প্রতিনিধি)
  • আপডেট: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
কালারমারছড়ায় "রিপোর্টাস ইউনিটি মহেশখালী"র মাস্ক বিতরণ
কালারমারছড়ায় "রিপোর্টাস ইউনিটি মহেশখালী"র মাস্ক বিতরণ

মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত সাত দিনের লকডাউন চলছে। সীমিত পরিসরে প্রায় সব অফিস খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন এলাকাবাসী। এ অবস্থায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায়, জনসচেতনতা মূলক মাইকিং ও বিনামূল্যে মাস্ক বিতনণ কার্যক্রম পরিচালনা করেছে ‘রিপোর্টাস ইউনিটি মহেশখালী’। ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করার কথা জানানো হয়েছে।

 

কালারমারছড়া ইউনিয়নের সুনির্দিষ্ট এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বিকাল ৪টা থেকে কালারমারছড়া বাজার ও নুনাছড়ি বাজারে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। রিপোর্টাস ইউনিটির সভাপতি এনামুল হক জানান, লকডাউনে সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে রিপোর্টাস ইউনিটি মহেশখালী। এরই অংশ হিসেবে আজ কালারমারছড়া ইউনিয়নের দুটি বাজারে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করছি। এই কর্মসূচী মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক, দৈনিক আজকের দেশ-বিদেশের এর প্রতিনিধি আবু বক্কর, দৈনিক গণকন্ঠ এর মহেশখালী প্রতিনিধি মিছবাহ উদ্দীন আরজু, দ্বীপ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুর রহমান, মহেশখালী উপজেলা পাবলিক লাইব্রেরীর কার্য নির্বাহী সদস্য শ্রী শ্রী তন্ময় বিশ্ব, স্বাধীন বাংলা ৭১ এর কক্সবাজার জেলা প্রতিনিধি, মিজানুর রহমান, রিপোটার্স ইউনিটি মহেশখালীর সদস্য- সাহেদ, জজাউল এহসান, শাহরিয়া কবির, নুরুল বশর, ছাদেকুর রহমান আরো উপস্থিত ছিলেন- নুরুল আলম টিপু, রবিউল্লাহ সিকদার, মুফিজুর রহমান ও আব্বাস উদ্দীন প্রমুখ। করোনা মোকাবিলায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা এবং ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা জারি করেছে। আজকের কর্মসূচীতে এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের কথা উল্লেখ করে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira