1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার, বান্দরবান :
  • আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এই সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বান্দরবান আইম্মা-উলামা ঐক্য পরিষদ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।

তারিখঃ ২৮-০৪-২০২৫
আসসালামু আলাইকুম,
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা হলেন জাতির বিবেক ও অতন্দ্র প্রহরী। চলমান দুঃখজনক মানবতা বিধ্বংসী বিভিন্ন বিষয় নিয়ে বান্দরবানের সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে আমরা বান্দরবান আইম্মা- উলামা ঐক্য পরিষদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের জনগন ও আন্তর্জাতিক মহলে আমাদের দাবি সমুহ পৌঁছে দিতে চাই।

গাজা ও রাফায় ইসরাইলী হামলা বন্ধ, সরকারি ভাবে ইসলাইলী পণ্য আমদানী বন্ধকরণ, ভারতের ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলিম নিধনের চক্রান্তের প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ইসলাম ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে আমাদের এই সংবাদ সম্মেলন

সম্মানিত সাংবাদিক ভাইয়েরা,
আপনারা অবগত আছেন যে, মানবতা বিরোধী ইহুদী রাষ্ট্র ইসরাইল, ফিলিস্তিনের গাজা এবং রাফা শহরে নির্মম গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বেসামরিক জনসাধারণ আহত-নিহত হওয়ার মর্মান্তিক দৃশ্য মানবতাবোধ সম্পন্ন যে কোন মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ইসরাইলের এই বর্বর হামলা থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র সহ কোন কিছুই বাদ যায়নি। তারা অনেক সত্যসন্ধ্যানি দেশি-বিদেশী সাংবাদিকদের নির্মমভাবে খুন করেছে। আমরা বান্দরবানের সর্বস্তরের তৌহিদী জনতা, ইমাম ও আলেম উলামাগণ ইসরাইলী বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশের জনগন ও আর্ন্তজাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ পেশ করছি।

১। জাতিসংঘের নিকট ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধের জন্য কার্যকরী ও জোরালো দাবি পেশ করতে হবে।

২। ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। ইসরাইলী সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানী বন্ধ করতে হবে।

৪। ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইসি’কে চাপ দিতে হবে।

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ,
ভারত সরকার ওয়াকফ আইন সংস্কারের নাম দিয়ে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা জবর দখল করার চক্রান্ত করছে। তারই ধারাবাহিকতায় ভারতের অনেক মসজিদ, মাদ্রাসা ভাঙ্গা হয়েছে এবং হচ্ছে। মুসলমাদের উপর ভারতীয়

প্রশাসনের সহযোগিতায় হত্যা, খুন সহ নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আর্ন্তজাতিক মহলের কাছে আমাদের দাবি সমূহ নিম্নরূপ:

১। রাষ্ট্রীয়ভাবে এসব চক্রান্ত ও নির্যাতনের নিন্দা জানানো এবং এসব বন্ধ করার জন্য ভারত সরকারের নিকট দাবি জানানো।

২। আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়ে এসব নির্যাতনের প্রতিকারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

৩। ভারতের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ওআইসি’কে সক্রিয় করার জন্য প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানো।

সম্মানিত সাংবাদিকবৃন্দ,
বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ ৯২% মুসলমানের দেশ। এ দেশের মুসলমানদের রক্তশ্রোতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। তবে সম্প্রতি অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে নারী সংস্কার কমিশনের সদস্যগণ নারী অধিকারের নাম দিয়ে কোরআনিক, ইসলামী পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন ইত্যাদির ক্ষেত্রে এদেশের ৯২% সংখ্যাগরিষ্ট মুসলমানদের ঈমান ও আকিদার উপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমানদের ঈমান, আকিদাহ, সভ্যতা, সংস্কৃতি বিরোধী কোনো সংস্কৃতি ও আইন এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান কোনোভাবেই মেনে নিতে পারে না। আপনাদের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট আমরা নিম্নোক্ত দাবি সমূহ পৌছে দিতে চাই,

১। নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা সমূহ বাতিল করতে হবে।

২। বর্তমান নারী সংস্কার কমিশনকে বাতিল করে ইসলামের রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল, জ্ঞানী এবং বিজ্ঞজনদেরকে নিয়ে নতুন করে সংস্কার কমিশন গঠন করতে হবে।

সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ,
ফিলিস্তিন, ভারত এবং নারী সংস্কার কমিশন এর ব্যাপারে আমাদের পেশকৃত দাবি সমূহ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রাণের দাবি। আমরা আশা করব, আপনারা উক্ত বিষয়গুলোকে যথাযথভাবে মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা, দেশের জনগন এবং আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলের সহায় হোন, আমীন।

বান্দরবান জেলার সকল ইমাম, আলেম ও তৌহিদী জনতার পক্ষে (মাওলানা আলাউদ্দিন ইমামী)খতীব, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি, বান্দরবান আইম্মা-উলামা ঐক্য পরিষদ,বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা। (মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন), খতীব,বান্দরবান বাজার শাহী জামে মসজিদ,সেক্রেটারী, বান্দরবান আইম্মা-উলামা ঐক্য পরিষদ,বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ বান্দরবান কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক।

আরো উপস্থিত ছিলেন বান্দরবান আইম্মা-উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, বান্দরবান উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আবুল আবুল কালাম আজাদ,বান্দরবান আইম্মা-উলামা ঐক্য পরিষদের মাওলানা বদিউল আলম, হাফেজ মাওলানা মুজিবুল হক,মুফতী আবুল হাসান, মাওলানা আহমদ কবির, মাওলানা শোয়াইবুল ইসলাম,মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা হাফেজ ইউনুস, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হাসান উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira