বান্দরবান জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াংছা হিমছড়ি দারুল উলুম মাদ্রাসায় নিয়মিত সহি ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিদিন কোরআন তিলাওয়াত, মুখস্থ ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে কোরআন সুন্নার আলোকে গড়ে তুলার কাজে নিয়োজিত রয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোর অঙ্গীকার করেছে।
এছাড়া উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক জনাব সৈয়দ কবির বলেন “আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ” ছোট ছোট শিশুরাই একদিন এই দেশকে আলোকিত করে তুলবে এরূপ আশা করেন তিনি। লামা উপজেলা দ্বিপ টিভির প্রতিনিধি নজরুল ইসলাম
Leave a Reply