বাংলাদেশি ভূখণ্ডের বাইরেও বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি প্রাণের উৎসব বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইতালি রোমের সামাজিক সংগঠন সেন্তসেল্লে ঐক্য পরিষদের আয়োজনে করা হয় বৈশাখী উৎসব। প্রবাসীদের মধ্যে প্রাণ-সঞ্চারিত হয় এ উৎসব গিরে। উৎসবে অংশ নেন নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ।
সকলে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলতে থাকা এই উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় নাস্তা ও বিভিন্ন পদের ভর্তা সহ নানা রকম ঐতিহ্যবাহী বাঙালি খাবার।
আয়োজক সংগঠন সেন্তসেল্লে ঐক্য পরিষদ ইতালির সভাপতি ইসরাফিল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক , সামাজিক, রাজনৈতিক, ব্যবাসায়ী, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা। তাদের উপস্থিতিতে উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত। নাচ, গান আর প্রাণের উৎসবে মেতে উঠেন পরিবার পরিজন নিয়ে আসা প্রবাসীরা।
বর্ণাঢ্য এই উৎসব বাংলা কৃষ্টি ও সংস্কৃতি বেড়ে ওঠা প্রজন্ম ও বিদেশীদের মাঝে পরিচিতি তুলে ধরার লক্ষ্যেই তাদের এই আয়োজন বললেন আয়োজকরা।
এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল কমিউনিটি ঐক্য এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। ‘বাংলা নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির শক্তি তুলে ধরার এক সুযোগ।
পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ ও সংস্কৃতিকে প্রবাসেও উজ্জীবিত রাখা হোক মুখ্য উদ্দেশ্য।
Leave a Reply