ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগাভাগি করে নেয়ার লক্ষে, ইতালির রোমের ফিদেন বাসী বাংলাদেশী প্রবাসীদের আয়োজনে ঈদ পূর্নমিলনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজধানীর রোমের পার্কো লার্গো লাবিয়া ফিদেনে পার্কে বর্ণিল নানা আয়োজনে মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ঈদ পূর্নমিলনি অনুষ্ঠানে নানান বয়সী মানুষ রঙ্গিন সাজে নিজেদের সজ্জিত করে অনুষ্ঠানে উপস্থিত হয়। প্রিয়জন, আপনজনদের ছারা প্রবাসের মাটিতে ঈদ হয়ে উঠে এক অভিষিক্তময়, সেই অভিষিক্তময় ক্লান্তি থেকে নিজেদের দূরে রাখতে ছুটির দিনে এই ঈদ পূর্নমিলনি অনুষ্ঠানে দলবেধে সবাই উপস্থিত হয়েছেন।অনুষ্ঠানে নানান বয়সীদের অংশগ্রহণে বাংলা সংস্কৃতির বিভিন্ন খেলায় সবাই অংশগ্রহণ করেন। কেউ অংশগ্রহণ করেন, দৌড় প্রতিযোগিতায়, কেউ, বোতল খেলায়, কেউ বালিশ খেলায়।
খেলা শেষে উপস্থিত বিজয়ীদের মাঝে আয়োজকদের পক্ষ থেকে পুরষ্কার তোলে দেয়া হয়। ইতালির ফিদেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সবাই হারিয়ে যায় বাংলা সংস্কৃতির আপন ঠিকানায়।
অনুষ্ঠানে আগত সবাই প্রীতিভোজে অংশগ্রহণ শেষে পার্কের বিভিন্ন স্থানে স্থানে এক সাথে বসে আড্ডায় মেতে উঠেন। অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্টব্যবসায়ী মো. নাজমুল হাসান, জালালাবাদ এসোসিয়েশন সহ সভাপতি ময়নুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, আমিকু মিনি মার্কেটের স্বতাধীকারী নজরুল ইসলাম আরজু, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ মাসুম, জাহাঙ্গীর আলম, মনিরুল হক মিন্টু, মোহাম্মদ মিঠু, শাহিন আলম, দিদারুল ইসলাম, জামিলুল আরিফ, মোহাম্মদ নিক্সন, সায়মন, রাছেল আহমেদ।
Leave a Reply