1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

ইতালিতে খোলা‌ মাঠে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি, ইতালি :
  • আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ইতালিতে খোলা‌ মাঠে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের
ইতালিতে খোলা‌ মাঠে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

দেশ পেরিয়ে প্রবাসেও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন ও ধারণ করছেন প্রবাসী বাংলাদেশীরা। ‌ইতালি রোমে বাংলা বর্ষবরণ ১৪৩২ এর শুরুতেই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদে ইতালির আয়োজনে খোলা মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব।

ছুটির দিন থাকলেও বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিপুলসংখ্যক প্রবাসীর পদচারণায় স্থানীয় সময় বিকালটি মুখরিত হয়ে ওঠে বৈশাখী মেলার মাঠ।

রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙ্গা দেওয়াল পার্কে বৈশাখী সাজে রঙিন পাঞ্জাবি, বৈশাখী শাড়ি পরে যোগ দেন নানান বয়সের প্রবাসী বাংলাদেশি।

সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোঃ আল আমিন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, হাসান ইকবাল, সি আই পি নজরুল ইসলাম ও সংগঠনের নাপোলি আনকোনা শাখা সহ রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রথম পর্বের শুরুতেই শোভাযাত্রা বৈশাখী রেলী ও সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার পরিচালনায় প্রবাসে বেড়ে উঠা শিশুদের নৃত্য, ছড়া গান আর প্রবাসী ব্র্যান্ড শিল্পীদের যন্ত্র সংগীতের মন ভোলানো ‘এসো হে বৈশাখ, এসো, এসো সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে তোলে পুরো পার্ক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জহুরা ঈশিতার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এতে রোমের স্থানীয় শিল্পী‌ রকস্টার বাবু বাঙ্গাল ও কেয়ার গান পরিবেশনে বাংলা সংগীতের মূর্ছনায় মেলা ছিল আনন্দ মুখর।নিয়মিত বিরতি দিয়ে পরিবেশিত হয় নৃত্যও।

আয়োজকরা বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা এবং ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে সবাই বাংলাদেশিদের এই বড় একটি উৎসব উদযাপনের সঙ্গে সঙ্গে একে অন্যের সম্প্রীতি আরও বাড়িয়ে তুলতে পারেন।

এসময় উপস্থিত অতিথিরা বলেন , দূর পরবাসে বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যের আনন্দ আয়োজন থেকে আড়ালে থাকেন আজকদের এই উৎসব কিছুটা হলেও আমাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে বিদেশে এক টুকরো বাংলাদেশের মধ্যে আছি।

এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশীয় হরেক রকমের খাবার যেমন ঝালমুড়ি, দেশীয় পিঠা, ইলিশ ভাতসহ নানান পদের খাবার এবং পোশাকের পসরা নিয়ে বসেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, একটু দেরিতে হলেও আমরা এই বড় উৎসবটি উদযাপন করতে পারছি একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারছি প্রবাসে এটা আমাদের একটা বড় আনন্দ। সব প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ও রোম বিডি স্পোর্টিং ক্লাব এবং অভ্যর্থনায় ছিলেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ও মহিলা সংস্থা ইতালি। এছাড়াও বিশেষ সহযোগিতায় ছিল ‌সার্ভিস ইতালি, সিসিএল, সিএসভি কাফ, গোল্ড আইস, ডেইজি হেয়ার স্টাইল, হাসান আলিমেন্টারী, সুরমা আলিমেন্টারী, সজল ভেবানদে, দিশারী রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira