যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মধ্য প্রাচ্যের সঙে মিল রেখে ইতালিতে রবিবার ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী রোমের বাংলাদেশি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেস্তে, কর্ণেলিয়া, তরপিনাত্তারা ভাঙা দেওয়াল পার্ক, সেন্তেশেল্লে পিয়াচ্ছা মির্তি, আলবানো, মার্কোনী, অত্তাভিয়ানো সহ দেশটিতে মসজিদ ও খোলা মাঠে প্রায় শতাধিক স্থানে এই ঈদের নামায আদায় করা হয়েছে চার থেকে পাঁচটি জামায়াতে। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা নামায এ অংশ গ্রহণ করেছে। এই সময় রোমের সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক নেতৃবৃন্দ রা বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও শাস্তি কামনা করে দোয়া করেন এবং ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নয়ন শীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রবিবার ছুটির দিন হবার কারনে, রাজধানীতে ঈদের জামাআত গুলোতে ছিল, উপচে পড়া ভীর। পুরুষ দের পাশাপাশি নারী শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জাতীয় ঈদগাহ মাঠে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লকিত উল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন, কেন্দ্রীয় ঈদ উদযাপন কমিটি রোমের আহ্বায়ক হাজী নূরে আলম, সদস্য সচিব আব্দুর রউফ ফকির সহ আরো অনেকেই।
Leave a Reply