মহান আল্লাহর অশেষ রহমতে আজ টিম কাট্টলীর উদ্যোগে আমজনতার ইফতার ২০২৫ইং প্রথম পর্বের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ প্রায় ৫০ জন মানুষের জন্য ইফতার পরিবেশন করা হয়েছে। সিডিএ ১ নং, ওয়ান ব্যাংকের সামনে বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনটি ছিল এক দারুণ উদাহরণ মানবতার সেবার। মানুষকে বসিয়ে ইফতার পরিবেশনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, প্রকৃত প্রয়োজনীরাই ইফতারের সুযোগ পায়। টিম কাট্রলী পরিকল্পনা: রমজান মাসে নিয়মিতভাবে এই আয়োজনটি চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে এটি সম্ভব হবে সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমেই। যারা আজ টিম কাট্রলীর পাশে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছে টিম কাট্রলী। আসুন, আমরা একসঙ্গে মানুষের পাশে দাঁড়াই এবং এই উদ্যোগকে সফল করি।
Leave a Reply