1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি বান্দরবান সদর উপজেলা আওতায় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার, বান্দরবান :
  • আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি বান্দরবান সদর উপজেলা আওতায় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 
আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি বান্দরবান সদর উপজেলা আওতায় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি বান্দরবান সদর উপজেলা এর আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১৫জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আইডিএফ এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহিদুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি’র বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মদ আলী,মুহাম্মদ শাহ্ আলম,জোনাল ম্যনেজার, বান্দরবান জোন। খোরশেদুল আলম চৌধুরী,এরিয়া ম্যনেজার বান্দরবান এরিয়া,মো:মোসলেহ উদ্দিন,আঞ্চলিক সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি,আসমা সাদেকা সাবাহ,সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার,ল’ইউনিট,আঞ্চলিক কার্যালয়,চট্টগ্রাম। মুশফিকা হোসাইন নাম্মি,প্রোগ্রাম অর্গানাইজার,সমৃদ্ধি কর্মসূচি, আঞ্চলিক কার্যালয়, আইডিএফ, চট্টগ্রাম।

অনুষ্ঠান বাস্তবায়ন ও পরিচালনা করেন মো:শফি আলম,উপজেলা কর্মসূচি সমন্বয়কারী,সমৃদ্ধি কর্মসূচি,বান্দরবান সদর উপজেলা,সার্বিক সহযোগিতায় ছিলেন সাফায়েত কামাল, সহ-সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি, সাতকানিয়া উপজেলা ও বিকাশ কর্মকার স্বাস্থ্য কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি,বান্দরবান সদর উপজেলা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সমৃদ্ধি কর্মসূচির প্রশংসা করে বলেন, এরূপ কর্মকান্ডের মাধ্যমে সমাজে শিশু,কৈশোর,যুব,প্রবীণ সকলের মাঝে ব্যপক ইতিবাচক প্রভাবের মাধ্যমে সমাজে অমূল পরিবর্তন করা সম্ভব এই বলে আইডিএফ ও পিকেএসএফকে ধন্যবাদ জানান।

প্রতিযোগিতায় প্রবীণ, কৈশোর, যুব,বৈকালিক শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী সহ বান্দরবান সদর উপজেলার ৬৩টি ওয়ার্ডের ১৪৪টি ক্লাবের সদস্যবৃন্দের অংশগ্রহণে ফুটবল,মিনি ম্যরাথন, উন্নয়ন মেলা,চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য সহ ৩৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ক্লাবের যুব ও কৈশোরদের অংশগ্রহণে একটি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা,কৈশোর উদ্দোক্তা, স্বল্পমূল্যে স্যানিটারি প্যড বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয়, সততা ষ্টোর সহ ১০টি স্টল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে কুহালং ইউনিয়ন থেকে ৫জন শ্রেষ্ঠ প্রবীণ, ৫জন শ্রেষ্ঠ সন্তান, ১০জন শ্রেষ্ঠ যুব ও ৭জন শ্রেষ্ঠ মেন্টর’সহ যারা বিভিন্ন ক্যটাগরিতে পরিবারে ও সমাজ উন্নয়নমূলক অবদান রেখেছেন তাদের এবং বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে  পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira