২য় দফায় ভাসান চরের উদ্দেশ্যে টেকনাফের ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের ২৮টি পরিবারের ১১০জন নারী-পুরুষ ও শিশু ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
২৮ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় টেকনাফের ২৩নং শামলাপুর ক্যাম্প হতে ২৫টি পরিবার এবং অন্যান্য ক্যাম্প হতে এসে অবস্থানকারী ৩টি পরিবারসহ মোট ২৮টি পরিবারের ১১০জন নারী-পুরুষ ও শিশুকে দুইটি বিশেষ বাসে করে
উখিয়া নিবন্ধন কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে নিবন্ধনের পর ভাসান চরে নেওয়ার জন্য ২য় দফার রোহিঙ্গা বহরটি চট্টগ্রাম নেভাল ঘাঁটির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
পূর্বের মতো এবারও র্যাব-১৫ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে ওয়াকিবহাল একটি সূত্র।
সেখান হতে নৌবাহিনীর বিশেষ শীপে করে ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেন।
রোহিঙ্গা হেড মাঝি আবুল হাশেম বলেন, সরকারের আহবানে সাড়া দিয়ে এসব রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
কেউ প্ররোচিত করেনি। এসময় শত শত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রাস্তায় দাড়িয়ে তাদের বিদায় জানান।
সূত্র মতে, স্বেচ্ছায় যারা যেতে আগ্রহ প্রকাশ করেছে তাদেরকেই কেবল স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
Leave a Reply