1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

আবদুল হান্নান হীরা, চট্টগ্রাম :
  • আপডেট: বুধবার, ৩০ মার্চ, ২০২২

১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক বলেন-জামায়েত শিবির বিএনপির দূর্গাখ্যাত পাহাড়তলীকে জঙ্গিবাদমুক্ত করতে খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হোসেন হিরণের নেতৃত্বে সম্ভাব হয়েছে। মোহাম্মদ হোসেন হিরণের দক্ষিণ রাজনীতি ও আপোষহীন রাজনৈতিক অঙ্গণে পাহড়তলী ওয়ার্ডকে আওয়ামী লীগের ঘাটি করতে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু রাজনৈতিক নেতাকর্মী হাইব্রীড নব্য আওয়ামী লীগদের নিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করছে ও দলের ভাবমূর্তি নষ্ট করছে। দলের পদবী ব্যবহার করে দলীয় ও রাজনৈতিক এবং জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করে দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে যথাসময়ে কেন্দ্রের কাছে অবহিত করা হবে। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন। ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভা আমবাগান ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ হোসেন হিরণ, কেন্দ্রীয় রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোঃ আবুল কাশেম। আরও বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মোঃ আকবর হোসেন স্বপন, দপ্তর সম্পাদক এবিএম আকরামুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আব্দুল হান্নান হীরা, যুবলীগ নেতা বেলাল হোসেন মনা, মোঃ আরশাদ, নুর হোসেন নুরু। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে খুলশী থানা আওয়ামী লীগ আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira