1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, আটক ৪

সফিকুল ইসলাম (লালমনিরহাট প্রতিনিধি)
  • আপডেট: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, আটক চার
হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, আটক চার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত থাকায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এর আগে গত সোমবার (৯ আগষ্ট) রাতে উপজেলার নওদাবাস এলাকায় ঘটনাটি ঘটে। পরে রাতেই ওই চার জানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার সুধান চন্দ্রের পুত্র বিশ্বনাথ (২১), বিধান (১৯), আব্দুর রহিমের পুত্র আইয়ুব আলী (৪৮) ও পুর্ব নওদাবাস এলাকার সুরুজ্জামানের পুত্র শামীম (২৫)। আহত পুলিশ সদস্যরা হলেন, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক সুজন কুমার রায়, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য জালাল।

 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওদাবাস এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এসময় মোটরসাইকেলটিতে তল্লাশী শুরু করলে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এতে ওই তিন পুলিশ আহত হন। পরে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেন। আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাসা ফিরে গেছেন। এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira