চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার বউ-বাজার ও হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ওষুধের দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ওষুধ প্রশাসন। অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে গতকাল মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রায়হান ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
অভিযানে বউবাজার এলাকার সিয়াম মেডিসিন সেন্টারকে ১৫ হাজার, মেসার্স আল রহমান ফার্মেসিকে ১০ হাজার, হাসপাতাল গেইট এলাকার ইহসান ফার্মেসিকে ৫ হাজার ও মক্কা মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও ওষুধ প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধ ওষুধ রাখা ও লাইসেন্স নবায়ন না করার দায়ে ৪ ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
Leave a Reply