মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ কৃষ্ণনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন, মোঃ সালাউদ্দিন, মোঃ মহিউদ্দিন তাদের সহযোগী মোঃ ফরহাদ হোসেন, গোলজার হোসেন, মোঃ রাশেদ আরও ২০/২৫ জনের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও গুরুতর আহত করা হয়েছে।
আহতের নাম মোঃ মতলব মিয়া, মোঃ আলতাফ হোসেন, মোঃ দুলাল মিয়া সর্ব পিতা মৃত মোঃ হাসিম মিয়া। মোঃ সামসুল হোসেন, মোঃ মোতালেব হোসেন, মোঃ মুকবুল হোসেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি কারা হয়েছে।
ঘটনাটি ঘটে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে, ঘটনার অভিযুক্তদের এখনো পাওয়া যায়নি।ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও তার স্বজনরা। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিরাজদিখান থানা পুলিশ।
Leave a Reply