মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন ও রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ পাইলট, ব্যবসায়ী মামুন চোকদারের আয়োজন গতকাল রবিবার উপজেলা মোড় সংলগ্ন চোকদার ট্রেডার্সের একটি দোকানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ। এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দীন বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা আওয়ামী যুবলীগ লীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, আহবায়ক সদস্য জাহিদ শিকদার, আরিফ রশিদ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈকত মাহমুদ, ছাত্রলীগ নেতা রিমন। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সমগ্র মুসলিম উম্মাহর মুক্তি, শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Leave a Reply