1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

সিএমপির বাকলিয়া থানার অভিযানঃ YouTube দেখে প্রশিক্ষণ চোরাই মোবাইলের মাষ্টার, মোবাইল চোর চক্রের ০৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক:
  • আপডেট: শুক্রবার, ২১ মে, ২০২১
সিএমপির বাকলিয়া থানার অভিযানঃ YouTube দেখে প্রশিক্ষণ চোরাই মোবাইলের মাষ্টার, মোবাইল চোর চক্রের ০৩ জন গ্রেফতার
সিএমপির বাকলিয়া থানার অভিযানঃ YouTube দেখে প্রশিক্ষণ চোরাই মোবাইলের মাষ্টার, মোবাইল চোর চক্রের ০৩ জন গ্রেফতার

২০ মে ২০২১খ্রিঃ তারিখ সময় ১৩:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন মান্নান টাওয়ারের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) জনাব মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার(চকবাজার জোন) জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা জনাব মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে বাকলিয়া থানার টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মাহবুব রেজা প্রকাশ মিল্কি(২৬)কে গ্রেফতার করেন। এসময় তার নিকট হইতে ০১টি SAMSUNG চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে সহ তার সহযোগী ৩/৪ জন মোবাইল চুরির সিন্ডি কেটের সহিত জড়িত। চোরাইকৃত মোবাইল সেট সমুহ নতুন ব্রীজ মান্নান টাওয়ারের মোবাইল দোকানদার মোঃ ফেরদৌস(৩৩) ও সাজেদা মার্কেটের আবুল কালাম প্রকাশ সানী(২৪)এর দোকানে IMEI নাম্বার পরিবর্তন করে বিক্রয় করে থাকে। পরবর্তীতে উল্লেখিত দোকানে অভিযান করে মোঃ ফেরদৌস(৩৩) ও আবুল কালাম প্রকাশ সানী(২৪) দ্বয় কে গ্রেফতার করা হয় এবং তাদের দোকান হতে বিভিন্ন মডেলের চোরাই মোবাইল সর্বমোট ৬১টি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়, যাহার সর্বমোট মূল্য অনুমান ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ।

উক্ত ঘটনায় জড়িত আরো একাধিক আসামীর তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামীরা মোবাইল সেট চুরি করার পর উল্লেখিত দোকান সমুহে স্বল্পমূল্যে বিক্রয় করে থাকে। উক্ত দোকানে মোবাইল সেট সমুহ লক খুলে IMEI নাম্বার পরিবর্তন করে রিয়াজ উদ্দিন বাজার হতে নতুন কেসিং কাভার এনে পরবর্তীতে উক্ত মোবাইল সমুহ বিভিন্ন লোকের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে। যে সমস্ত সেটের লক খুলা যায় না উক্ত সেট সমুহ বিভিন্ন মোবাইল মেকানিকের দোকানে পার্টস খুলিয়া বিক্রয় করে থাকে। এই বিষয়ে গ্রেফতারকৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩৪ তারিখ-২০/০৫/২০২১খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু হয়।

বাকলিয়া থানা কর্তৃক অভিযান পরিচালনাকালীন সময় নিম্ন বর্ণিত মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়, যাহার IMEI NO নিম্নরূপঃ

১। ০১টি itel মোবাইল, যাহার IME I- 357264100061788,
২। ০১টি পুরাতন itel মোবাইল, যাহার IME I-352468090277701,
৩। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1-3575-07/05/240258/6,
৪। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1- 358425/05/317865/D,
৫। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-I-35-7621/08/619764/9,
৬। ০১টি SAMSUNG DUOS মোবাইল, যাহার IME-1-358410/09309242/6,
৭।০১টি PEACE মোবাইল, যাহার IME-I-35169-70702/8936,
৮। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1- 358402/06/299954/1,
৯। ০১টি HUAWEI মোবাইল, যাহার IME-I- 86492/022/50561,
১০। ০১টি HUAWEI মোবাইল, যাহার IME-1- 863941030749924,
১১। ০১টি SAMSUNG DUOS মোবাইল, যাহার IME-1- 354728/06/427029/9,
১২। ০১টি Lenovo মোবাইল, যাহার IME-1- 867564028527254,
১৩। ০১টি HUAWEI মোবাইল, যাহার IME-1-867026037223176,
১৪। ০১টি OPPO মোবাইল, যাহার IME-1-8655-21030441058,
১৫। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1-354738/0674139/1,
১৬। ০১টি Symphony মোবাইল, যাহার IME-1-3593-10090411406,
১৭। ০১টি SAMSUNG যাহার মডেল নং- CE0168, যাহার IME-1-358310/06/97/869/1,
১৮। ০১টি Redmi মোবাইল, যাহার IME-1-860240050837807,
১৯। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1-356827/05/686182/8
২০। ০১টি MI মোবাইল, যাহার IME-1-863206034726322,
২১। ০১টি MI মোবাইল, যাহার IME-1- 867578-042768836,
২২। ০১টি HOTMAX মোবাইল, যাহার IME-1- 357719090023601,
২৩। ০১টি ViVO মোবাইল যাহার, ব্যাটারীর গায়ে সংযুক্ত Model No-B-F3,
২৪। ০১টি কালো রংয়ের মোবাইল, যাহার IME-1-86988304,
২৫। ০১টি Symphony মোবাইল, যাহার IME-1-356195070183601,
২৬। ০১টি WALTON মোবাইল, যাহার IME-1-354803080094484,
২৭। ০১টি MI মোবাইল IME-1- 866709031991655,
২৮। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1-35-97787/07/49195/9,
২৯। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME-1-354366/08100388/8,
৩০। ০১টি SONY মোবাইল, যাহার মডেল নং- CE0682,
৩১। ০১টি LAVA মোবাইল, যাহার ব্যাটারীর গায়ে LAVA LEB 112 ,
৩২। ০১টি MI মোবাইল, যাহার ব্যাটারীর গায়ে BN43,
৩৩। ০১টি WALTON Model NO-WMB-38004,
৩৪। ০১টি NOKIA মোবাইল, যাহার IME-1-357771100493225,
৩৫। ০১টি WALTON মোবাইল, যাহার IME-1-354066112688513,
৩৬। ০১টি Symphony মোবাইল যাহার IME1- 359861077783720,
৩৭। ০১টি SAMSUNG DUOS মোবাইল, যাহার IME1- 355272070782343,
৩৮। ০১টি WALTON মোবাইল,যাহার IME1-356652102491576,
৩৯। ০১টি WALTON মোবাইল, যাহার IME1- 355174101319233,
৪০। ০১টি SAMSUNG মোবাইল, যাহার IME1- 358312058220416,
৪১। ০১টি SAMSUNG DUOS মোবাইল, যাহার IME1- 355361055908666,
৪২। ০১টি NOKIA মোবাইল, যাহার IME1-357397043364289,
৪৩। ০১টি Lite TEL মোবাইল, যাহার IME1-353581090370455,
৪৪। ০১টি Iphone এর মডেল নং-41428, IME-1-01332900590400 ,
৪৫। ০১টি Iphone এর মডেল নং-A1457, IME-1-352016068648708 ,
৪৬। ০১টি SAMSUNG মোবাইল ফোন, যাহার IMEI-1- 357642/09/060121/0 ,
৪৭। ০১টি SYMPHONY D41 মোবাইল ফোন, যাহার IMEI-353516112219488,
৪৮। ০১টি SAMSUNG S7392 মোবাইল ফোন, যাহার IMEI-358401058683093,
৪৯। ০১টি SHOMPHONY D22 মোবাইল ফোন, যাহার IMEI-355667091549706,
৫০। ০১টি Micromax X704 মোবাইল ফোন, যাহার IMEI-911476604004531,
৫১। ০১টি X-BQ মোবাইল ফোন, যাহার IMEI- 354741058549339,
৫২। ০১টি NOKIA মোবাইল ফোন, যাহার IMEI-358888078483787,
৫৩। ০১টি SYMPHONY মোবাইল ফোন, যাহার IMEI-358747082445481,
৫৪। ০১টি 5 STAR মোবাইল ফোন, যাহার IMEI-357838100392994,
৫৫। ০১টি WALTON মোবাইল ফোন, যাহার IMEI-354580080716957,
৫৬। ০১টি SAMSUNG মোবাইল ফোন, যাহার IMEI -359891/06/102077/11,
৫৭। ০১টি MYCELL মোবাইল ফোন, যাহার IMEI- 358522052056655,
৫৮। ০১টি কালো রংয়ের SONY মোবাইল ফোন,
৫৯। ০১টি HUAWEI মোবাইল ফোন, যাহার IMEI -354741056312532,
৬০। ০১টি MI, মোবাইল ফোন, যাহার IMEI-869280031367301,
৬১। ০১টি MI মোবাইল ফোন, যাহার IME-865403032381923,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira