সন্দ্বীপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রত্যাশী আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানের গাছুয়া ০১ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সন্দ্বীপে সরগরম হয়ে উঠেছে বিভিন্ন ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় গাছুয়ার ০১ নং ওয়ার্ডের সওদার গো বাড়ীতে আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সমাজপতি জাফর উল্লাহর সভাপতিত্বে ও গাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মঈনুল হোসেন রোমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে তিনি বলেন, “ন্যায়-নীত ও সততার সাথে রাজনীতি করে যাচ্ছি।আশা করছি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন। “উক্ত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুর আলম, মাকছুদ, যুবনেতা এরশাদ উল্লাহ ও হুমায়ুন কবির মেম্বারসহ প্রমুখ।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মাস্টার আনসারুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply