1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

লালমনিরহাটের বহুল আলোচিত দহগ্রাম আঙ্গরপোতা করিডর এখন মানব পাচারের বৃহত্তর অভয় অরণ্য

সফিকুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি :
  • আপডেট: বুধবার, ১২ মে, ২০২১
লালমনিরহাটের বহুল আলোচিত দহগ্রাম আঙ্গরপোতা করিডর এখন মানব পাচারের বৃহত্তর অভয় অরণ্য
লালমনিরহাটের বহুল আলোচিত দহগ্রাম আঙ্গরপোতা করিডর এখন মানব পাচারের বৃহত্তর অভয় অরণ্য

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়ন এটি একটি সিমান্তবর্তী এলাক এই অঞ্চলে সারা বছরই কোন না কোনভাবে চোরাকারবারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি, এই এলাকার তিন দিকে ভারত একদিকে তিস্তা নদী অবস্থিত,সারা বাংলাদেশে ভারত কাটা তার দিয়ে ঘিরে রাখলেও দহগ্রামে কোনো কাটা তার নেই।

এ সুযোগ কে কাজে লাগিয়ে অসাধু আদম ব্যবসায়ীরা মানব পাচার করে আসছে দীর্ঘদিন ধরে। গত কয়েকমাসে ও আজকে ৮ জনকে আটক করে বিজিবি। তবে ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে মানব পাচারে যুক্ত অপরাধীরা,

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,দীর্ঘদিন ধরে মানব পাচার করে আসছে মিজান পিতাঃ মোহাম্মদ আলী, আশরাফুল ( ভটুয়া)পিতাঃ বীর মুক্তিযোদ্ধা ওমর আলী পং,জাহিদুল পিতাঃশহর আলী, রাসেল, আজিবুল,রাজু তবে শাকিল মানব পাচার মামলায় জামিনে আছেন। কিন্তু মূল হোতা ধরাছোঁয়ার বাহিরে,

এখানে উল্লেখ্য যে প্রশাসনের নাকের ডগা দিয়ে এই ধরনের জঘন্যতম কাজ কারবার করে আসছে অপরাধীরা, এবং প্রশাসন এগুলো থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিচ্ছে অন্যদিকে তাদের পকেটে ভরিয়ে দিচ্ছে এই ধরনের অপরাধীরা, শুধু মানবপাচার না এদিক দিয়ে সাপ, মূর্তি, কষ্টিপাথর, বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র ভারতে পাচার হচ্ছে,

এবং এদিক দিয়ে শিশু পাচারকারী নারী পাচারকারী সহ বিভিন্ন ধরনের দাগি আসামি রা নির্দ্বিধায় পারি জমায় ভারতে, এখানে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না।

এলাকাবাসী আরও জানান, তাদের হাত অনেক উপরে তারা কারো ছত্র ছায়ায় কাজ করে আসছে। বেশ কিছুদিন আগে তাদের এ কাজে বাঁধা দিলে ধারালো অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হুমকি দেয় পাচারকারীরা।

উল্লেখ্য যে, ভারতের করোনা পরিস্থিতি দিন দিন যতই খারাপ হচ্ছে ততই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা যেন মানব পাচারের বড় রুট হিসাবে ব্যবহার হচ্ছে বলে জানায় এখানকার এলাকাবাসী, পাটগ্রামের দহগ্রাম, শ্রীরামপুর, বুড়িমাড়ির মংলিবাড়ি দিয়ে প্রতিনিয়ত ভারতীয় অনুপ্রবেশকারীরা প্রবেশের কারণে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর ঝুঁকির মুখে লালমনিরহাট জেলা সমগ্র দেশ।

এমনতো অবস্থায় প্রশাসনসহ সকলের দৃষ্টি আকর্ষণ এই পরিস্থিতির প্রতিকার চেয়েছেন এই এলাকার সাধারণ মেহনতী মানুষ কৃষিজীবী পেশাজীবী সকল স্তরের সাধারণ জনগণ জন জন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira