ঐতিহাসিক ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে লাকসাম পৌরসভা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পৌরসভায় মোঃ তাজের ইসলাম কনফারেন্স হলরুম পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, প্রধান অতিথি লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সচিব নূরে আলম শরীফ, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র -১ও পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খলিলুর রহমান, প্যানেল মেয়র -২ ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহজাহান মজুমদার,৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী,১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ , ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ বাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি এবং পৌর মহিলা সংরক্ষিত কাউন্সিলর নাসিমা আক্তার, নাসিমা সুলতানা, মুশফিকা আলম মিতা, পৌর হিসাব কর্মকর্তা- আক্তার হোসেন মানুসহ অনুষ্ঠানে লাকসাম পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ এবং সেচ্ছাসেবীগন উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকীতে লাকসাম পৌরসভার পক্ষ থেকে গভীর “শ্রদ্ধাঞ্জলি” জানান। অনুষ্ঠান শেষে পৌরসভার উদ্যোগে পুরস্কার বিতরণ হয়।
Leave a Reply