কুমিল্লার লাকসামে উপজেলা আ’লীগ এবং পৌরসভা আ’লীগের উদ্যোগে বাংলাদেশ আ’লীগের সংগ্রাম, অর্জন, গৌরবের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার লাকসাম উপজেলা ও পৌরসভা আ’লীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটা হয়। লাকসাম উপজেলা আ’লীগ ও পৌরসভা আ’লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আ’লীগের সহ সভাপতি হাজী ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছ ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি মজুমদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা আ’লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস এবং লাকসাম উপজেলা ছাএলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সেক্রেটারি আমিরুল ইসলাম তুষার, পৌর-ছাএলীগের সভাপতি সাইয়েফ খান স্বাধীন, সেক্রেটারি কাউসার আহমেদসহ লাকসাম উপজেলা ও পৌরসভা আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply