দেশের সংকটময় সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার প্যাকেট ও পানির বোতল বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার বঙ্গবাজার এলাকায় শতাধিক রোজাদারের মাঝে এ ইফতার বিতরণ করেণ উপজেলা ছাত্রলীগ সভাপতি মু. কামরুজ্জামান শিবলী।
দেখা যায়, উপজেলার প্রবেশদ্বার সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় ইফতারের প্যাকেট ও পানি বোতল। হতদরিদ্র ,খেটে খাওয়া মানুষেরা আসছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন শিবলী। এতে বুট, মুড়ি, জিলেপি, খেজুরসহ পাঁচপ্রকার খাবার দেওয়া হয়।
ইফতার পেয়ে খুশি আহসান আলী জানান, করোনার কারণে কর্মহীন থাকায় এক গ্লাস পানি ও মুড়ি খেয়ে ইফতার করি। লোকমুখে শুনেছি বাজারে নাকি ইফতার দেয়। এসে পেলামও। আজকে তৃপ্তি নিয়ে ইফতার করবো।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মু. কামরুজ্জামান শিবলী বলেন,দেশে করোনা পরিস্থিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম সারির যোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালনে করেছে। তারই ধারাবাহিকতায় উপজেলা ছাত্রলীগ অসহায় সাধারণ মানুষের পাশে ছিল। এবং প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply