যশোর হাসপাতাল থেকে ভারত ফেরত ১০ করোনা আক্রান্ত রোগী লাপাত্তা হয়েছেন।গত ২৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল বিকালের মধ্যে পালিয়ে গেছেন বলে কতৃপক্ষ ধারণা করছে।হাসপাতালের রেজিষ্টার খাতায় এসকল রোগীর ঠিকানা সঠিক থাকলে তাদের খুজে বের করা সম্ভব হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন।
করোনা ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র নার্স লাবনী আজ বলেন,ভারত থেকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আসা ১০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন।তিনি আরো জানান, ২৪ এপ্রিল সকাল ১১ টার সময় ভারত ফেরত বেশ কিছু রোগী ভর্তি হন।গতকালও বেশ কিছু রোগী করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
হাসপাতালের রেজিষ্টার খাতা অনুযায়ী ১০ রোগী হলেন, সদর যশোরের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা বেগম(৫০), সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউলের স্ত্রী ফাতেমা খাতুন(১৯), একই এলাকার ইকরামের স্ত্রী রোমা(৩০), খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামেরআহম্মদ সানার ছেলে আমিরুল সানা, খুলনা রুপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৯), ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার মনোতোষের স্ত্রী শেফালী রানী,যশোর বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহীদুল ইসলাম (৪৫), প্রতাপকাঠি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন,রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০)।
যশোর সিভিল সাজান ডাঃ শখ আবু শাহীন বলেন, গতকাল করোনায় আক্রান্ত রোগী লাপাত্তার খবর পেয়ে সকালেই হাসপাতালে গিয়েছিলাম, পালানো রোগীদের ঠিকানা রেজিষ্ট্রার খাতায় নাম ঠিকানা সঠিক দেওয়া থাকলে খোঁজ নেওয়া সম্ভব।বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply