যশোর শহরের শঙ্করপুর এলাকার মশিয়ার রহমান হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি শুকুর আলী গতকাল আদালতে আত্নসমর্পণ করেছেন।
গত ২৪ জুন বৃহস্পতিবার আদালতে আত্নহমর্পণের পর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।শুকুর আলী শহরের শঙ্করপুর এলাকার মৃত রাজ্জাকের ছেলে।
বিগত ২০১৮ সালে ২৬ আগষ্ঠ বিকালে শংকরপুর মসজিদ এলাকার স্ত্রীর সামনে মশিয়ারকে গুলি ও ছুরিকাঘাত করে ফেলে যায় দূবৃত্তরা। এ সময় স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যনুসন্ধানে জানা গেছে,মশিয়ার রহমান বিএনপির একজন সক্রিয় কর্মী এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ছিল।নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় ০৭ জনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ সময় মামলা তদন্ত শেষে এজাহারভূক্ত ০৭ জনসহ ০৮ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়।চার্জশিটে অন্যান্য অভিযুক্তরা হলেন,শহরের শঙ্করপুর এলাকার আনোয়ার হোসের ছেলে গোলাম রসুল ডাবলু,মৃত মফেজের ছেলে রানা,আব্দুর রশিদের ছেলে পারভেজ,একই এলাকার ধলু মিয়ার ছেলে সানি,নাছির উদ্দিনের ছেলে সম্রাট,হারুনের ছেলে মামুন,গোলাম মোস্তফার ছেলে মিশ্র।
Leave a Reply