যশোর শার্শা সীমান্ত এলাকা পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৮৮ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে।আটককৃত গাঁজা বিক্রেতা বেনাপোল পোর্ট থানা এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আশরাফ আলী,নায়েব সুবেদার এবি সিদ্দিক এবং হাবিলদার জালালের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে ধান্যখোলা ইন্দ্রপুর গ্রাম হতে ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও নিজ পাইকারি বিক্রেতাকে আটক করে।জেলেপাড়ার ব্রীজ আয়রন হতে ২২ কেজি এবং শিকারপুর বাওড়ের পাড় হতে ৩২ কেজি গাঁজাসহ মোট ৮৮ কেজি গাঁজা আটক করা হয়। গাঁজার সিজার মূল্য তিন লাখ আট হাজার টাকা।আটককৃত গাঁজা ও আসামীকে বেনাপোল পোর্ট থানায় গতকাল হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply