মণিরামপুরে আবারো সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় নেহালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মাজেদুর রহমান
উপজেলার বালিধা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার জাকির হোসেন (৫২) ওই গ্রামের আব্দুল জলিল গাজীর ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১০জুন) রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিশ্বনাথকে উপজেলার প্রতাপকাটি নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল মণিরামপুর থানা পুলিশ। তিনি মোটরসাইকেল চুরির একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।
এএসআই মাজেদুর রহমান বলেন, অর্থঋণের একটি মামলায় জাকির হোসেন ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আদালতের আদেশে তাকে গ্রেফতার করে শুক্রবার রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।
মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, সাজাপ্রাপ্ত জাকির হোসেনকে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply