1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

যশোর প্রেসক্লাবে নির্বাচন ‘১’ জুলাই 

 উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর
  • আপডেট: শনিবার, ২৬ জুন, ২০২১
যশোর প্রেসক্লাবে নির্বাচন '১' জুলাই 
যশোর প্রেসক্লাবে নির্বাচন '১' জুলাই 
গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ক্লাবের নোটিস বোর্ডে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু এই সংক্রান্ত নোটিস টানিয়ে দেন।
নোটিসে বলা হয়, ‘করোনা মহামারীর কারণে যশোরের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের আদেশে ২৬শে জুনের ভোট স্থগিত ঘোষণা করা হলো।’
‘করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’
আগামী ২৬ জুন প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে দেয় সাধারণ সভা। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের প্রক্রিয়া চলছিল।
কিন্তু সম্প্রতি যশোরে করোনা পরিস্থিতির ঘোর অবনতি হয়। বর্তমানে এই জেলায় ‘কঠোর লকডাউন’ চলছে। প্রতিদিনই করোনায় মৃত্যুর সংখ‍্যা বাড়ছে। হাসপাতালে সিট নাই। সিটের চেয়ে করোনা রোগীর সংখ্যাও উদ্বেগজনক।
করোনায় আক্রান্তদের মধ্যে সংবাদকর্মীরাও রয়েছেন। প্রেসক্লাব যশোরের অন্তত তিনজন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দুইজন প্রার্থী গুরুতর অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন; যাদের শরীরেও করোনার উপসর্গ আছে।
এদিকে, নির্বাচন স্থগিত করার ঘোষণা শুনে সাংবাদিকদের ৩০-৪০ জন সাংবাদিক জেলা প্রশাসকের দপ্তরে যান। তারা ২৬ জুন নির্বাচন যাতে হয়, সেই ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন। পরে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান জানান, লকডাউন শেষে ১ জুলাই নির্বাচন করা যেতে পারে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু জানান, তারা ১ জুলাই নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা পেয়ে সেই অনুযায়ী কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira