যশোর কেশবপুরের পল্লী থেকে মটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্ৰামের ঢেপার মাঠে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেন। এলাকাবাসীর সংবাদে পুলিশ ঘটনা স্থান থেকে গলায় ক্ষত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি কেশবপুর পৌরসভার সাবদিয়া এলাকার মজিদ মোড়লের পুত্র মোঃ রাসেল(২৬)। তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এলাকাবাসী জানান,সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলো। কে বা কারা রাসেল কে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে। তার মোটরসাইকেল গোপসানা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। অপরাধিদের আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply