উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) যশোর : বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল ৮টায় সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রথম ধাপে যশোরে এক লাখ ১৮হাজার ৬০ জন করোনার টিকা গ্রহণ করেন। তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।প্রথম চালানে ৭৮হাজার ডোজ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ টিকা কার্যক্রম চলার মধ্যে বাকি ডোজের টিকাও হাতে এসে পৌঁছাবে। এদিকে সকাল ৮টার আগেই টিকা নিতে যশোর জেনারেল হাসপাতালে প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা মোবাইলে ম্যাসেজ পাওয়ার পর টিকা নিতে হাসপাতাল কেন্দ্রে হাজির হয়ে সারিবদ্ধভাবে লাইন দিয়ে টিকা গ্রহণ করেন।দুপুর আড়াইটা পযর্ন্ত একটানা টিকা দেয় স্বাস্থ্য কর্মীরা।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন,আজ জেলায় ১২ টি কেন্দ্রে ৩৬ টি টিম টিকা প্রদানের কার্যক্রমের পরিচালনা করছে।প্রথম দিনে জেলার ৪ হাজার টিকা গ্রহণকারীর মোবাইলে ম্যাসেজ গিয়েছে।তারাই আজ টিকা গ্রহণ করবেন।সকল কেন্দ্রে সকাল থেকে সুন্দর মনোরম পরিবেশে টিকার কার্যক্রম শুরু হয়েছে।টিকা গ্রহণকারীরা অতি আগ্রহের সাথে টিকা গ্রহণ করেছেন।
এদিকে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে খুবই খুশি এমদাদ হোসেন একজন টিকা গ্রহণকারী বলেন,আমি এক মাস আগে প্রথম ডোজ নিয়েছিলাম।
গতকাল আমার মোবাইলে করোনা কোভিড- ১৯ এর ম্যাসেজ পেয়ে আমি সকালেই টিকা নিতে এসেছি।টিকা নিয়ে ভালো লাগলো। এ ছাড়া সরকার যে সব পদক্ষেপ নিয়েছে তা প্রত্যেকের মেনে চলা উচিত।একই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলবো যাতে বাংলাদেশের মানুষ করোনার মহামারি থেকে রক্ষা পেতে পারে।
Leave a Reply