যশোর অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে হামলা
যশোর অভয়নগরের নওয়াপাড়া ছাগলহাটা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা হত্যার উদ্দেশ্যে ইবাদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ইবাদুল নওয়াপাড়া স্টেশন পাড়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র।
রবিবার (৭ আগস্ট) রাত আনুমানিক প্রায় নয়টায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নুরবাগ রেলওয়ে সিমানায় অস্থায়ী জুতাপট্টির লিটনের সাথে তার পুর্বশত্রুতা ছিল। তারই জের ধরে লিটনের নির্দেশে কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনা সম্পর্কে অবহিত হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।।
Leave a Reply