যশোর অভয়নগরে ০১ কেজির গাঁজার গাজসহ আক্তার গাজী (৩৫)নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
গতকাল রাতে অভয়নগর থানাধীন সাভারপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটক করে।আটককৃত আক্তার গাজী ঐ এলাকার মোরশেদ গাজীর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়,০৯ জুন ২০২২ইং অভয়নগর থানাধীন গাজীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আকরাম ও এ এস আই মিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৯ জুন রাতে উপজেলার সাভার পাড়ায় অভিযান চালিয়ে মোরশেদ গাজীর বাড়ির ঘরের পিছন থেকে ০১ কেজি ওজনের গাঁজারসহ আক্তার গাজীকে আটক করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামীম জানান,সবুজ জাতীয় গাজাঁর ওজন ০১কেজি ও উচ্চতা ১২ ফিট।যার আণুমানিক মূল্য ১০,০০০ টাকা।আটক আক্তার গাজীর বিরুদ্ধে আইন ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালত প্রেরণ করা হয়েছে।মামলা নং-৭,তারিখ-১০/০৬/২০২২খ্রি:।
Leave a Reply