1. admin@dwiptv.com : dwiptv.com :
  2. dwiptvnews2121@gmail.com : sub editor : sub editor
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

যশোর অভয়নগরে খন্দকার রকিবুল ইসলাম হত‍্যা মামলায় সন্দেহভাজন ৪ আসামীর রিমান্ড মঞ্জুর

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) যশোর
  • আপডেট: শনিবার, ২১ মে, ২০২২
যশোর অভয়নগরে খন্দকার রকিবুল ইসলাম হত‍্যা মামলায় সন্দেহভাজন ৪ আসামীর রিমান্ড মঞ্জুর
যশোর অভয়নগরে খন্দকার রকিবুল ইসলাম হত‍্যা মামলায় সন্দেহভাজন ৪ আসামীর রিমান্ড মঞ্জুর

যশোর অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের আলোচিত খন্দকার রকিবুল ইসলাম হত‍্যা মামলায় সন্দেহভাজন চারজন আসামীকে রিমান্ড মঞ্জুর হয়েছে।

 

বিজ্ঞ আদালত বৃহস্পতিবার ১৯ মে উপজেলার পায়রা ইউনিয়নের ইউপি সদস‍্য মিলন হালদার (৫২),সাবেক ইউপি সদস‍্য সাইফুল ইসলাম (৪০) দুইদিন এবং সুব্রত মন্ডল(৫২) ও পিযুস মন্ডল(২৭)এর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।অপর সন্দেহভাজন আসামী তুহিন হালদার(৩৪)এর রিমান্ড মঞ্জুর করেননি। গত ১৩ মে শুক্রবার রাত আনুমানিক আটটায় খন্দকার রকিবুল ইসলাম উপজেলার দত্তগাতী স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিথে নিহত হন।

 

এ চাঞ্চল্যকর ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদি হয়ে ১৩ মে ২০২২ইং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় একটি হত‍্যা মামলা করেন।যার নং-১০,তারিখ পুলিশ হত‍্যায় জড়িত সন্দেই তাদের আটক করে।
নিহত খন্দকার রকিবুলের বিরুদ্ধে অভয়নগর ও খুলনা ফুলতলা থানায় হত‍্যা মামলাসহ একাধিক অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি )মিলন কুমার মন্ডল জানান,একটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ে নিয়োগের টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে তাকে হত্যা করা হতে পারে।এ বিষয়টি সামনে নিয়ে আমরা
তদন্ত অব‍্যাহত রেখেছি।আসামীদে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন,মামলাটি এখনো তদন্তাধীন।হত‍্যার বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।তদন্ত চলছে,তদন্ত শেষ হলেই সবকিছুই পরিস্কার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আমাদের এন্ড্রয়েড এপস আপনার মোবাইলে ইন্সটল করুন।

Developer By Zorex Zira