যশোর সদরে ছেলের আঘাতে সরোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় পুলিশ নয়নকে আটক করেছে।ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বসুন্দিয়া কালী বটতলায়।
নিহতের ভগ্নিপতি এসকেন্দারব্যাপারী ও পুলিশ সুত্রে জানা যায়,গতকাল রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন।এরপর নিজের স্ত্রী হাসিনা বেগমের সাথে ক্ষুদ্র ঘটনা নিয়ে বাক বিতন্ড হয়।বাক বিতন্ডের এক পর্যায়ে স্ত্রী হাসিনা বেগমকে বেধড়ক মারপিট করে।এ সময় হাসিনার ছেলে নয়ন(২৪) ঘরে ঘুমিয়ে ছিলো। হাসিনা ঘুমন্ত ছেলেকে ডেকে মারপিটের বিষয়টি ছেলেকে বলেন।
ছেলে পিতাকে মায়ের বেধড়ক মারপিটের বিষয়ে প্রশ্ন করলে ছেলেকেও অকথ্য ভাষায় গালিগালাজ করলে ছেলে নয়ন এক পর্যায়ে ঘরের ঢাসা দিয়ে বাবাকে বেধড়ক মারপিট করে।পরে পরিবারের লোকজন সরোয়ারকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন, খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।খুলনা নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন,স্বামী স্ত্রীর কলহের জের ধরে ছেলে পিতাকে আঘাত করায় তার মৃত্যু হয়।এ ঘটনায় অভিযুক্ত নয়ন ইসলামকে আটক করা হয়েছে।নিহতের মরদেহ আজ সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply